আজ, রবিবার | ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ৯:৩২

ব্রেকিং নিউজ :
মাগুরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা দেশে সাংবাদিকতা ও গণতন্ত্রের সামনে নতুন চ্যালেঞ্জ মাগুরায় ভূমি-রেজিস্ট্রি অফিসে অগ্নি সংযোগে জড়িত ৩ কিশোর গ্রেফতার ওসমান হাদি হত্যাণ্ডের প্রতিবাদে মাগুরার বিভিন্ন সংগঠনের প্রতিবাদে সমাবেশ মাগুরার দুটি আসনে আরো ৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ আ’লীগ নেতা মুহিতের ম্যানেজার মিরাজ হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরার প্রবীন মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক গ্রেফতার মাগুরায় বিজয় দিবস উদযাপন মাগুরা-১ আসনের মনোনয়ন কেনার পর স্বতন্ত্র প্রার্থী কুটি গ্রেফতার মাগুরার দুই আসনে চার প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

মাগুরায় বুধবার এনটিভি সাংবাদিকসহ ২৩ জন করোনা রোগী শনাক্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বুধবার এনটিভি’র সাংবাদিক শফিকুল ইসলাম শফিকসহ ২৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে নতুন করে কেউ সুস্থ্য হয়নি বলে জানা গেছে।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল মাগুরায় সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামে প্রথম একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ১৫ জুলাই বুধবার পর্যন্ত জেলায় মোট ২৫৬ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ইতোমধ্যে ১৪৮ জন ‍সুস্থ্য হয়ে উঠলেও হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মোট ৭ জন মারা গেছে।

মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, বুধবার শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে ১৬ জন পৌরসভা এলাকার। এদের মধ্যে তাতীপাড়ার ৪ জন, সোনাপট্টিতে ৩ জন, টিটিডিসি পাড়ায় ২ জন এবং সাতদোহা, পুলিশ লাইন পাড়া, দরিমাগুরা, পারলা, হাসপাতাল পাড়া, পুরাতন বাজার ও পিটিআই পাড়ায় ১ জন করে।

বাকি ৭ জনের মধ্যে ৪ জন সদর উপজেলার জগদল বাজার, শত্রুজিতপুর পুলিশ ক্যাম্প, আঠারোখাদার বাগডাঙা ও বগিয়ায় এবং ৩ জন  শ্রীপুর উপজেলার বাখেরা, কাজলি মধ্যপাড়া ও সাচিলাপুরে।

আক্রান্তদের মধ্যে বর্তমানে ৯০ জন হোম আইসোলেশনে এবং ২ জন হাসপাতালে চিকিৎসাধিন। এছাড়া ৯ জনকে রেফার্ড করা হয়েছে। জেলায় মোট ২৫৬ জন আক্রান্ত রোগী শনাক্ত হলেও মাগুরা পৌর এলাকায় শনাক্ত হয়েছে ১৫১ জন বলে তিনি জানান।

এ পর্যন্ত শনাক্ত হওয়া ২৫৬ জনের মধ্যে

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology