আজ, শুক্রবার | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ৮:২৩


মাগুরায় ২১৫ পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সদর উপজেলার রামনগর ও টেংগাখালি এলাকায় অভিযান চালিয়ে ২১৫ পিস ইয়াবাসহ চিহ্নিত তিন মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, সোনাইকুন্ডি গ্রামের  নন্দদুলাল মিত্রর ছেলে সুজন মিত্র (৩৭), পারন্দুয়ালী শেখ পাড়া গ্রামের আব্দুল হাকীমের ছেলে মুরাদ হোসেন (৪২) ও দুর্গাপুর গ্রামের আইন উদ্দিনের ছেলে সাইফুল লস্কর (২৭)। তারা আন্তজেলা মাদক কারবারি বলে জানা গেছে।

মাগুরা সদর থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ সোহাগ মিলন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১.৩০ মিনিটে রামনগর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মুরাদ হোসেন ও সাইফুল লস্করকে আটক করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সদরের টেংগাখালি এলাকা থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ অপর মাদক কারবারি সুজন মিত্রকে আটক করা হয়। তাদের কাছ থাকা মোট ২১৫ পিস ইয়াবা উদ্ধার হয়। যার আনুমানিক মুল্য ৬৪ হাজার টাকা।

এ ব্যাপারে তাদের বিরুদ্দে মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আটককৃত ৩ জনের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology