মাগুরা প্রতিাদিন ডটকম : মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট আবদুল মজিদ সভাপতি এবং অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত হয় এই বার্ষিক নির্বাচন।
১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক (দেওয়ানী শাখা) অ্যাডভোকেট ফারহানা জুবায়রা, যুগ্ম সাধারণ সম্পাদক (ফৌজদারি শাখা) অ্যাডভোকেট নুরুজ্জামান শাহীন, হিসাব নিরীক্ষক অ্যাডভোকেট আনোয়ার জাহিদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজ, গ্রন্থাগারিক অ্যাডভোকেট আয়ুব হোসেন সুরুজ, ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অজেদা সিদ্দিকী এবং কার্যকরি সদস্য অ্যাডভোকেট মশিয়ার রহমান, অ্যাডভোকেট অমিত কুমার মিত্র, অ্যাডভোকেট ফারুক আকতার খান বিপ্লব, অ্যাডভোকেট আবু মুছা, অ্যাডভোকেট মনিরুল ইসলাম সিদ্দিকী ও অ্যাডভোকেট শামস উল হুদা চৌধুরী।
নির্বাচন শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু ফলাফল ঘোষণা করেন।