আজ, বুধবার | ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ৪:২৩


মাগুরা কালেক্টরেট মাঠে শুরু হয়েছে ৭দিন ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্পের মেলা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শনিবার থেকে কালেক্টরেট প্রাঙ্গণে শুরু হয়েছে ৭দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা।

সকাল সাড়ে ১০ টায় মেলার উদ্বোধন উপলক্ষে মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে ফিরে আসে।

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, ঢাকা এসএমই ফাউন্ডেশনের এজিএম মুহাম্মদ মোরশেদ আলম, সদর উপজেলা চেয়ারমস্যান আবু নাসির বাবলু, মাগুরা বিসিক কর্মকর্তা আবদুস সালামসহ আরো অনেকে।

মেলায় ৫০টি স্টলে ক্ষুদ্র ও কুটির শিল্পের নানা পণ্য বিক্রয় ও প্রদর্শনির আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology