আজ, রবিবার | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩২

ব্রেকিং নিউজ :

মাগুরা হবে মাদকমুক্ত একটি জেলা-এড.সাইফুজ্জামান শিখর এমপি

মাগুরা প্রতিদিন ডটকম : “মাগুরা হবে মাদকমুক্ত একটি জেলা”। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় এমন বক্তব্যের মধ্য দিয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর।

বৃহস্পতিবার দুপুরে শহরের নোমানি ময়দানে জেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সাইফুজ্জামান শিখর মাদকের বিরুদ্ধে কঠোর হুসিয়ারি উচ্চারণ করে এই বক্তব্য রাখেন।

জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লাইলা জলি, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, এএফএম আবদুল ফাত্তাহ, আবু নাসির বাবলু, এড. সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এড. শফিকুজ্জামান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, দপ্তর সম্পাদক এড. রাশেদ মাহমুদ শাহিন, প্রচার সম্পাদক এড. শাখারুল ইসলাম শাকিল, মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. শাহিনা আকতার ডেইলি, যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মেহেদি হাসান সালাউদ্দিনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

আলোচনা সভার আগে মাগুরার বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ শহরে পৃথক পৃথক আনন্দ ৠালির আয়োজন করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology