আজ, মঙ্গলবার | ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪০


শত্রুজিতপুরে প্রাইভেট কারে ছাগল চুরি করতে গিয়ে ২ যুবক আটক

মাগুরা প্রতিদিন : মাগুরায় প্রাইভেট কার নিয়ে ছাগল চুরি করতে গিয়ে আটক হয়েছে দুই যুবক।

আটককৃতরা হলেন মাগুরা শহরের টিভি ক্লিনিক পাড়ার মুকুলের ছেলে নুর আলম (২৫) ও ঘোড়ামারা গ্রামের নওশের শেখের ছেলে অনিক শেখ (২৪)।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে মাগুরার সদর উপজেলার শত্রুজিতপুর বাজার থেকে স্থানীয়রা তাদেরকে আটক করে ।

শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান  বলেন, দুপুরে ওই দুই যুবক ফাঁড়ির সামনের রাস্তা থেকে একটি ছাগল প্রাইভেট কারে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ছাগলটির মালিক নুর ইসলাম সেটি দেখতে পেয়ে গাড়ির গতিরোধের চেষ্টা করেও ব্যার্থ হয়। কিন্তু শত্রুজিতপুর বাজার এলাকায় উপস্থিত জনতা তাদের আটক করে।

শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লিটন কুমার সরকার বলেন,
আটক দুই যুবককে রাতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়িতে রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology