আজ, বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৭:৪৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান মাগুরা সদরে উপজেলা চেয়ারম্যান পদে ৭ শ্রীপুরে ৪ প্রার্থীর মনোনয়ন জমা বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক কাজী ফয়জুর রহমানের ইন্তেকাল মাগুরার শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা! শায়লা রহমান সেতুর নির্মম মৃত্যুর বিচারের দাবিতে জাসদের মানববন্ধন সমাবেশে মাগুরায় ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগে মামলা-মানববন্ধন

মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে সাভার সিআরপিতে ভর্তি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার বহুল আলোচিত মাতৃগর্ভে গুলিবিদ্ধ হয়ে জন্ম নেয়া শিশু সুরাইয়াকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) ভর্তি করা হয়েছে। সোমবার তিন ধরনের থেরাপির মাধ্যমে সেখানে তার চিকিৎসা শুরু করা হয়েছে।

সিআরপির শিশু বিভাগের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট মো. নাজমুল হাসান তার চিকিৎ]সার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার বেলা ১১টার দিকে শিশু সুরাইয়াকে সিআরপিতে ভর্তি করা হয়।

সিআরপির তথ্য মতে, সুরাইয়াকে একটি প্যাকেজের আওতায় দুই সপ্তাহ বা ১৪ দিন এই চিকিৎসাসেবা দেয়া হবে। এর মধ্যে রয়েছে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি ও স্পিচ ল্যাংগুয়েজ থেরাপি।

সিআরপির শিশু বিভাগের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট নাজমুল হাসান বলেন, ‘সুরাইয়াকে সিআরপিতে ভর্তি করা হয়েছে। দুই সপ্তাহ চিকিৎসা শেষে তাকে সিআরপি বিভাগ থেকে ছাড়পত্র দেয়া হবে। এ সময় তার পরিবারকে ফিজিওথেরাপি দেয়ার পদ্ধতি ও এর খুঁটিনাটি শিখিয়ে দেয়া হবে, যাতে বাড়িতে তারাই এই থেরাপি দিতে পারেন। এ জন্য প্রয়োজনীয় ডিভাইসও সরবরাহ করা হবে।’

তিনি আরও বলেন, ‘তবে প্রতি মাসে একবার হলেও ফলোআপ করতে হবে। অর্থাৎ মাগুরার কাছাকাছি পাবনায় সিআরপির সাব-সেন্টার অথবা সাভারে ফলোআপ দেখাতে পারবেন। জন্মের পর থেকে সুরাইয়ার নানান শারীরিক সমস্যা দেখা দেয়। সে এখন দাঁড়াতে পারে না। ডান পা ও ডান চোখে সমস্যা একটু বেশি। তবে মাগুরার প্রতিবন্ধী ফাউন্ডেশন সেবাকেন্দ্রে ফিজিওথেরাপি নিলেও তার চিকিৎসা প্রয়োজন।’

এ ব্যাপারে সুরাইয়ার মা নাজমা বেগম বলেন, ‘জন্মের কিছুদিন পর থেকেই সুরাইয়ার বিভিন্ন শারীরিক জটিলতা ছিল। বর্তমানে তার শারীরিক বিকাশে কিছু অসম্পূর্ণতা দেখা দেয়ায় স্থানীয় চিকিৎসকের পরামর্শে তাকে সিআরপিতে ভর্তি করিয়েছি।’

২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত দু’পক্ষের মধ্যে সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ৮ মাসের অন্তসত্ত্বা সুরাইয়ার মা নাজমা বেগম গুলিবিদ্ধ হন। এ ঘটনার পরদিন মাগুরা সদর হাসপাতালের ডাক্তার সফিউর রহমানের অস্ত্রপচারের মাধ্যমে মাতৃগর্ভে গুলিবিদ্ধ অবস্থায় শিশুটি ভূমিষ্ট হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology