মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শহরের সাজিয়াড়া এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ মিরাজুল ইসলাম ওরফে মিরাজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে ওই এলাকার আছাদুজ্জামান মিন্টুর ছেলে।
সদর থানার এসআই কাজী আবু যোবায়ের জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাজিয়াড়া এলাকার একটি ফার্মের মধ্যে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ মিরাজকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশের হাতে আটক মিরাজুল ইসলাম মিরাজ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা বলে স্থানীয়রা জানিয়েছেন।