আজ, সোমবার | ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৭:০৪

ব্রেকিং নিউজ :
মাগুরা শহরে চারতলা ভবন থেকে লাফিয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর আত্মহত্যা! আবারো সিআইপি সম্মাননা পেলেন বিজনেস আইকন মাগুরার আব্দুল মুক্তাদির শ্রীকোলের ১০টি কেন্দ্রে শাহীনের ভোট মাত্র ১৬৪টি! শ্রীপুর উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান রাজন ৪৩টি কেন্দ্রে প্রথম হয়েছেন বোনের বাড়িতে গিয়ে মাগুরা সরকারি কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা মাগুরা সদর উপজেলায় রানা শ্রীপুরে রাজন নির্বাচিত মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন উপজেলা চেয়ারম্যান পদে মাগুরা সদরে রানা ও শ্রীপুরে রাজনের দিকেই সবার নজর মাগুরায় ঋষিপাড়ার সদস্যদের মধ্যে কৃষিব্যাংকের সহজশর্তে ঋণ বিতরণ মাগুরায় রানাকে সমর্থন দিয়ে নির্বাচন ছাড়লেন ভিপি জাহাঙ্গীর

মাগুরার শ্রীপুরে ইন্দ্রিরা গান্ধী হাসপাতাল উদ্বোধন

মাগুরা প্রতিদিন: মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে মাগুরায় রেডক্রিসেন্ট মা ও শিশু হাসপাতাল নির্মাণ করা হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহহাব এই হাসপাতালের উদ্বোধন করেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রসের অর্থায়নে মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রসের অর্থায়নে ৩০ শতক জমির উপর প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে নির্মিত হয়েছে দ্বিতল ভবন বিশিষ্ট এই হাসপাতাল।

শ্রীমতি ইন্দ্রিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের উদ্বোধন উপলক্ষেে ঢাকা হলিফ্যামিলি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডাক্তার হুমায়ুন কবিরের নেতৃত্বে  ২০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় দুই শতাধিক রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেডক্রিমেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম জানান, এখানে মা ও শিশুদের চিকিত্সার পাশাপাশি সাধারণ রোগীদের সেবা প্রদান করা হবে। ২ জন মেডিকেল অফিসার, ২ অভিজ্ঞ মিডওয়াইফ ও ২ নার্স সেবা প্রদান করবেন।

প্রথম এক বছর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রসের অর্থায়নে এবং পরবর্তিতে নিজস্ব আয় থেকে হাসপাতালটি পরিচালিত হবে বলেও তিনি জানান।

বাংলাদেশে রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহহাব বলেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পর সবচেয়ে বেশি অবদান ইন্দিরা গান্ধীর। তার অবদান আমরা পরিশোধ করতে পারি না। তার পরও তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রীমতি ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতাল নামকরণ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology