আজ, রবিবার | ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৬

ব্রেকিং নিউজ :
আবারো সিআইপি সম্মাননা পেলেন বিজনেস আইকন মাগুরার আব্দুল মুক্তাদির শ্রীকোলের ১০টি কেন্দ্রে শাহীনের ভোট মাত্র ১৬৪টি! শ্রীপুর উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান রাজন ৪৩টি কেন্দ্রে প্রথম হয়েছেন বোনের বাড়িতে গিয়ে মাগুরা সরকারি কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা মাগুরা সদর উপজেলায় রানা শ্রীপুরে রাজন নির্বাচিত মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন উপজেলা চেয়ারম্যান পদে মাগুরা সদরে রানা ও শ্রীপুরে রাজনের দিকেই সবার নজর মাগুরায় ঋষিপাড়ার সদস্যদের মধ্যে কৃষিব্যাংকের সহজশর্তে ঋণ বিতরণ মাগুরায় রানাকে সমর্থন দিয়ে নির্বাচন ছাড়লেন ভিপি জাহাঙ্গীর শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ

মাগুরায় জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

মাগুরা প্রতিদিন ডটকম : বাঙালি জাতির শোকের দিন ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে প্রতিবছরই মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারিতে এবার শোকের মাসের সব কর্মসূচি সীমিত করা হয়েছে।

১৯৭৫ সনের এই দিনটিতে স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ পরিবার ও পরিবার সংশ্লিষ্টদের নির্মমভাবে হত্যা করা হয়। বাঙালি জাতির জন্যে শোকের ওই দিনটি উপলক্ষে মাগুরায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংক্ষিপ্ত কলেবরে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মাগুরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বেচ্ছাসেবি ও স্বয়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্কুল, কালেজ, মাদরাসায় জাতীয় পতাকা অর্ধনমিত আকারে উত্তোলন করা হবে। পরে সকাল ৮ টা থেকে ৯টা পর্যন্ত শহরের নোমানি ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

সকাল ১১ টায় জুম ক্লাউড এপসের মাধ্যমে জাতীয় শোক দিবসের তাৎপর্য বিষয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুধীজন ও মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করবেন।

এছাড়া দুপুরে জোহর নামাজের পর ১৫ আগস্টে শাহাদতবরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে জেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত মিলাদ মাহফিল অনুষ্টিত হবে। এ ছাড়া জেলার বিভিন্ন উপাসনালয়েও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যেগে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি বঙ্গবন্ধুর ৭ মার্সের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হবে বলে জানা জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology