আজ, রবিবার | ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৫

ব্রেকিং নিউজ :

ভোট নিয়ে খ্রিস্টান ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মাগুরা প্রশাসনের আলোচনা

Write

মাগুরা প্রতিদিন : আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং সকল ধর্মীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে খ্রিস্টান ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে গণভোট প্রচার সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

সভায় জেলা প্রশাসক গণভোট–২০২৬ এর গুরুত্ব, ভোটারদের দায়িত্ব এবং নাগরিক অংশগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের প্রত্যক্ষ মতামতের প্রতিফলন ঘটে। এ প্রক্রিয়াকে সফল করতে সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

আলোচনা সভায় উপস্থিত খ্রিস্টান ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ গণভোট বিষয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাটি পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতার মাধ্যমে গণভোট–২০২৬ সফল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology