 
								
                            
                       মাগুরা প্রতিদিন ডটকম : নির্বাচনের আগের দিন মাগুরার সদর উপজেলার বগিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হয়ে গেলো। সীমানা সংক্রান্ত মামলার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
১১ নভেম্বর এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হলেও আগের দিন বুধবার নির্বাচন কমিশন থেকে নির্বাচন স্থগিতের এই আদেশ দেয়া হয়।
মাগুরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাগুরার বগিয়া ইউনিয়নের সঙ্গে পার্শ্ববর্তি ফরিদপুরের মধুখালি উপজেলার কামারখালি ইউনিয়নের সঙ্গে সীমানা বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে আদালতে মামলা দায়ের হলে তারই সূত্রে আদালত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ইউনিয়নের নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে।
মাগুরা জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম বগিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিতাদেশের বিষয়টি মাগুরা প্রতিদিন ডটকম’কে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় তফসীল ঘোষণা’র পর এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মীর রওনক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ইউনিয়নের ওয়ার্ড সমূহের সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের নির্বাচনের জন্যে মাগুরা সদর উপজেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার নির্বাচন উপলক্ষে নির্ধারিত লোকবল এবং ভোটার সরঞ্জমাদিও সরবরাহ করা হয়েছিলো।