মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী আহাদ এবং সুমনের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নিলেন মাগুরার নবাগত জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম।
শনিবার দুপুরে জেলা প্রশাসক উপজেলা সদরে আহাদ এবং বালিদিয়া গ্রামে সুমন শেখের বাড়িতে যান।
এ সময় মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবদুল কাদের, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো সঙ্গে ছিলেন।
জেলা প্রশাসক নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
গত ৪ আগস্ট মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আহাদ ও সুমন।