মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার লস্কারপুর গ্রামের একটি লিচু বাগানের মধ্যে গলায় ফাঁস দেয়া অবস্থায় তরিকুল ইসলাম (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তরিকুল যশোর জেলার শার্শা উপজেলার শিকারপুর গ্রামের আলম মিয়ার ছেলে।
মঙ্গলবার দুপুরে গ্রামবাসী বাগানের মধ্যে একটি ছোট লিচুগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ বিকাল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ এ সময় তার পাশ থেকে পোশাক বহন উপযোগী একটি ব্যাগ উদ্ধার করেছে। পাশাপাশি তার কাছ থেকে পাসপোর্ট এবং একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, দালাল শ্রেণির মধ্যস্থতায় সে কয়েকমাস আগে চাকরির উদ্দেশ্যে সৌদী আরবে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর সে কোনো কাজ না পাওয়ায় প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়। যেটি নিয়ে তরিকুল নামের ওই যুবকটি হতাশায় ভূগছিলো। যে কারণে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, মঙ্গলবার সে দেশে ফিরেছে। তার কাছে পাওয়া সুইসাইড নোট থেকে তার আত্মহত্যার কারণ জানা গেছে। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সুইসাইড নোটটি তার নিজের লেখা কিনা এবং নিজের গ্রামের বাড়িতে না ফিরে মাগুরায় তার আত্মহত্যার সম্ভাব্য কারণ উদ্ধারে অনুসন্ধ্যান চলছে।