মাগুরা প্রতিদিন: মাগুরার মহম্মদপুরে উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে বিএনপি নেতকর্মীসহ সাধারণ জনগণের নামে হয়রানীমূলক মামলা দায়েরের অপচেষ্টা ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মহম্মদপুর বাজার ট্রাফিক চত্বরে উপজেলা বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনতার ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মুকুল, অধ্যাপক সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মতিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট আহসান হাবীব সোহেল খান, যুগ্ন আহবায়ক মহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বিল্লা, যুগ্ন আহবায়ক শরিফুজ্জামান টুকু, নজরুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিলটন, ছাত্রদলের আহ্বায়ক নুর আমিন শিকদার সজিবসহ উপজেলা বিএনপি’ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।
এ সময় মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য গোলাম আজম সাবু এছাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চুর নেতৃত্বে হয়রানীমূলক মামলা দায়ের করার প্রচেষ্টা ও চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ উত্থাপিত হয়।
মানববন্ধনে উপস্থিত মহম্মদপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা বলেন, বিগত ১৫ বছর যারা জাতীয়তাবাদী দলের সঙ্গে থাকেনি, রাজপথে থাকে নাই, কোন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে নাই, যারা আমলীগ ও স্বৈরাচারী শাসকদের সঙ্গে আঁতাত করে নিজেদের হাতকে শক্তিশালী করেছে এবং নিজেরা লাভবান হয়েছে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন দুর্নীতির চেষ্টা করছেন। আমরা সম্মিলিতভাবে এইসব দুর্নীতিবাজ, সুযোগ সন্ধানী, চাঁদাবাজদের প্রতিহত করবো।