মাগুরা প্রতিদিন: মাগুরায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে তদারকিতে নেমেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শুক্রবার শহরের নতুন ও পুরাতন বাজারের মাছ, মাংস, ডিম, চাউল এবং কাঁচা তরকারির দোকানগুলোতে গিয়ে তারা বিভিন্ন পণ্যের দামের ভারসাম্য বজায় রাখা এবং মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে অনুরোধ করেন।
লেখাপড়ার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণসহ সামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
মাগুরা বাজার কমিটির সভাপতি জিয়াউর রহমান বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য ছাত্ররা যে ভূমিকা রাখছেন এজন্য তাদেরকে স্যালুট জানাই। আমরাও ব্যবসায়ীরাও তাদেরকে সহযোগিতা করতে চাই।
বাজার তদারকিতে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র তাসলিম হাসান তামিম বলেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশ তৈরীর সহায়ক হিসেবে কাজ করছি। সাধারণ মানুষ বিষয়টি উপলব্ধির পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালনে সচেষ্ট থাকলে বৈষম্য কমে আসবে।