আজ, শুক্রবার | ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৪

ব্রেকিং নিউজ :
মাগুরার সাবেক এমপি সাকিব ও তার স্ত্রীর সকল ব্যাংক হিসাব জব্দ মাগুরায় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় জাতীয় সংসদ নির্বাচনের দাবি বজরুক শ্রীকুন্ডি গ্রামে বাড়ির সামনে বিয়ের গেট বানানো নিয়ে সংঘর্ষ ছাত্রনেতা ফরহাদ হত্যা মামলায় শ্রীকোল চেয়ারম্যান সহ ৭ জন জেল হাজতে ছাত্রনেতা ফরহাদ হত্যা মামলায় শ্রীকোল চেয়ারম্যান সহ ৭ জন জেল হাজতে সমাজসেবক হাসান রকিব আজাদের ইন্তেকাল মাগুরায় কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ মাগুরায় ২৫ নারীর মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ  শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে_মোবারক হুসাইন শ্রীপুরে অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

মাগুরায় বাল্য বিবাহ প্রতিরোধে সেমিনার

মাগুরা প্রতিদিন : “সুন্দর সমাজ গড়ি, বাল্য বিবাহ প্রতিরোধ করি” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি মাগুরা জেলা শাখার উদ্যোগে মাগুরা সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

মাগুরা জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি আলহাজ্ব মুফতি মাওলানা মো: আমিরুল ইসলামের সভাপতিত্বে এ সেমিনারে বিশেষ অতিথি হিসাবে মাগুরা জেলা রেজিস্ট্রার এ.বি.এম নুর-উজ-জামান, বাংলাদেশ নিকাহ রেজিস্ট্রার সমিতির নির্বাহী সভাপতি আলহাজ্ব মো: ইকবাল হোসাইন, আবদুল হক মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব ডা: তাসুকুজ্জামান, মাগুরা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুস্তফা ওয়ালিউল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

সেমিনারে বিবাহ রেজিস্ট্রির ক্ষেত্রে রাষ্ট্রিয় আইন এবং ধর্মীয় মূল্যবোধ অক্ষুন্ন রেখে বাল্যবিবাহ রোধে সকলকে সচেতন থাকতে নিকাহ রেজিস্ট্রারদের প্রতি আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, নোটারি পাবলিকের মাধ্যমে যে বিবাহ সম্পন্ন সেটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হালাল কিনা সে বিষয়ে সচেতন করতে কাজীদেরকে আরো ভূমিকা রাখতে হবে। শুধুমাত্র একটি কাগজে-কলমে সই করলেই বিবাহ সম্পন্ন হয় না। এটার ধর্মীয় কিছু রীতি-নীতি রয়েছে। অনেক বিষয়ে আমরা অন্যায় বা খারাপ করলেও ধর্মীয় বিষয়ে আমাদের একটি ভয় রয়েছে। সুতরাং আমাদের এই বিষয়টি হালাল হলো কিনা, যদি হালাল না হয় তাহলে এই সম্পর্কের মাধ্যমে যে সন্তান জন্ম নিচ্ছে সেটা কী হবে সেই বিষয় নিয়ে যদি আমরা মানুষকে সচেতন করতে পারি। তাহলে আশা করি মানুষ সচেতন হবে।

মাগুরা জেলা সহ পার্শ্ববর্তি বিভিন্ন জেলা থেকে আগত ৮০ জন নিকাহ রেজিস্ট্রার এ সেমিনারে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology