মাগুরা প্রতিদিন : বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মাগুরার ১০ জনের স্মরণে মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনে করা হয়েছে।
রবিবার সকালে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মোঃ মিজানুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন।
মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে ১০ জন শহীদের স্মরণে ১০ টি বনজ গাছের চারা রোপন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজক জাতীয়তাবাদী ছাত্রদল নেতা শফিকুল ইসলাম বলেন, ছাত্র আন্দোলনে মাগুরার যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এবং দুর্যোগ মোকাবেলায় আমরা মাগুরায় প্রতিটি ক্যাম্পাসে ১০ জন শহীদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। যারা শহীদ হয়েছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি আমরা আজীবন তাদেরকে মনে রাখতে চাই-যেটি এই কর্মসূচির মধ্য দিয়ে বাস্তবায়ন হতে পারে। প্রতিটা ক্যাম্পাসে যেন শহীদদের নামে একটি করে গাছ বড় হয়। ভবিষ্যত প্রজন্ম এ থেকে নতুন স্বাধীনতার ইতিহাস জানতে পারবে।