মাগুরা প্রতিদিন: মাগুরায় নারী ই-কমার্স প্রফেশনাল ও নারী ফ্রিল্যান্সার ক্যাটাগরীতে ২৫ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘হার পাওয়ার প্রকল্পের প্রযুক্তির সহায়তায় ‘নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্প’ হতে প্রশিক্ষণার্থীদের মাঝে এ ল্যাপটপ বিতরণ করা হয়।
মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে এ ল্যাপটপ তুলে দেন।
উপজেলা আইসিটি কর্মকর্তা ওলিউল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কোর্স-কোঅর্ডিনেটর জুবায়ের হোসাইন, মহিলা ই-কমার্স প্রশিক্ষক আনিসুর রহমান, প্রশিক্ষক মোছাম্মৎ রিপা খাতুন ও প্রশিক্ষণার্থী নাহিদা আক্তার।
তথ্য প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে তাদের টেকসই ক্ষমতায়ন নিশ্চিতকল্পে “হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের মাধ্যমে ১৩২ দিন প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে সদর উপজেলার ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ওয়ালটন ল্যাপটপ বিতরণ করা হয়।