মাগুরা প্রতিদিন : মাগুরায় ৯ গুণীজনকে সংবর্ধনা প্রদান করেছে মাগুরা সাহিত্যিক কল্যাণ পরিষদ। শনিবার বিকালে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে সংগঠনের ১৮ তম প্রতিষ্ঠাতে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনাপ্রাপ্ত ৯ গুণী হলেন সমাজসেবায় কামরুল লায়লা জলি, শিক্ষায় প্রফেসর মো: আবদুল হাকিম, মুক্তিযুদ্ধে এস এম আব্দুর রহমান, চিকিৎসায় ডাক্তার দেবাশীষ বিশ্বাস, ইতিহাস গবেষণায় ডা: কাজী তাসুকুজ্জামান, সংগীতে আবু জাফর, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় জাহিদ রহমান, সংগঠক হিসেবে সালাউদ্দিন আহমেদ মিল্টন ও ভাষা-সাহিত্যে ড.মুসাফির নজরুল।
এছাড়া জেলায় সাহিত্য সংগঠন হিসেবে বিশেষ অবদান রাখায় “সপ্তক সাহিত্য চক্র”কে সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে সংগঠনের সভাপতি মো: জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল দেবাশীষ কর্মকার, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রশাসন) জাহিদুল আলম ও রাঘবদাইড় ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ হাকিম। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।