মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর পাড়ে গাছের সঙ্গে হাত-পা বাঁধা মধ্যবয়সি একজন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টার দিকে এলাকাবাসী উপজেলার উত্তর আড়মাঝি এলাকায় ওই নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মহম্মদপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মহম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মুন্সি রাসেল হোসেন বলেন, বয়স আনুমানিক ৩৫ বছর ওই নারীর মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।