মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শনিবার শালিখা উপজেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিকালে মাগুরা শহরের পুরাতন জেলরোড়ে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসান।
শালিখা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবদুল কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আবদুল কুদ্দুস বিশ্বাসকে সভাপতি, আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক এবং বায়েজিদ আলিকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
মাগুরা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসান সম্মেলন শেষে নব নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন। আগামী ১৫ দিনের মধ্যে কমিটির অন্যান্য পদসূমহ পূরণ করা হবে বলে তিনি জানান।