মাগুরা প্রতিদিন ডটকম : সরকারি সেবা সহজিকরণে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দরজায় সরকার’ নামে অ্যাপস্ এর উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অ্যাপস্-এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা -উল-জান্নাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, খাদ্য অফিসার ইশরাত জাহান, যুব উন্নয়ন অফিসার রিয়াজ উদ্দিন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, সহকারী প্রোগ্রামার আহমেদ মাহফুজ, সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু প্রমুখ।
প্রশাসনের উদ্যোগে বাংলাদেশে উপজেলা পর্যায়ে প্রথম এ জাতীয় অ্যাপস স্থাপন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সফটওয়্যার ইন্জিনিয়ার সোহাগ হোসেন বলেন, এই অ্যাপসটির মাধ্যমে যে কোনো ব্যক্তি ঘরে বসেই উপজেলা পর্যায়ের যে কোনো সরকারি দপ্তরে যে কোনো বিষয়ে অভিযোগ, পরামর্শ, আবেদন করতে পারবেন। সেই সঙ্গে তিনি সংশ্লিষ্ট দপ্তরের আইডিতে গিয়ে তার আবেদনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।