মাগুরা প্রতিদিন ডটকম : গত ২৪ ঘন্টায় মাগুরায় নতুন করে ৩ জন করোনা রোগি শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত তিনজন মাগুরা সদর উপজেলা এলাকার বলে মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, মাগুরা থেকে সন্দেহজনক সর্বমোট ১ হাজার ৪১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে পাঠানো হয়। কিন্তু মঙ্গলবার পর্যন্ত ৮৫৯ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৪৪ জন করোনা পজিটিভ। যাদের মধ্যে ইতোমধ্যে দুই জন আক্রান্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ১৯ জন সুস্থ্য হয়ে উঠেছেন। বাকিদের মধ্যে ২০ জন হোম আইসোলেশন এবং তিনজন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। আক্রান্তদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ রেখে চিকিত্সা সহতায়তা দেয়া হচ্ছে বলেও তিনি জানান ।