মাগুরা প্রতিদিন ডটকম : চাকরি বৈষম্য দূরিকরণের দাবিতে মাগুরায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি মাগুরা শাখার পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলার সরকারি বেসরকারি ২৮টি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীগণ অংশ নেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি, মাগুরা জেলা শাখার সভাপতি গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিটো প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা, কারিগরি পেশাজীবীদের ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট, ব্যাক্তিগত ভাতাদি, পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীতকরণসহ নানা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন।