মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার কসুন্দি এলাকায় অভিযান চালিয়ে র্যাবের সদস্যরা বিপুল পরিমাণ ইয়াবাসহ রাজিব নামে এক মাদক কারবারিকে আটক করেছে। সে সদর উপজেলার আড়পাড়া গ্রামের গোলাম রসূলের ছেলে।
র্যাব-৬ এর একটি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমাণ্ডার মাসুদ আলমের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় কসুন্দি গ্রামের উত্তরপাড়া এলাকায় র্যাবের তাদের চৌকশ অভিযানিক দলটি অভিযান চালায়। এ সময় তারা রাজিবকে ৭ শত ৮২ পিস ইয়াবা, ৪টি সিম সহ ৩টি মোবাইল ফোনসহ আটক করে। পরে তাকে সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।