মাগুরা প্রতিদিন ডটকম : উত্তরা মটরসের বাজাজ মোটর সাইকেল কিনে ১০০ পারসেন্ট ক্যাশ ব্যাক পেলেন স্থানীয় এক ক্রেতা।
মাগুরা সদর হাসপাতাল পাড়ার আনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন বাজাজ ডিসকভার ১২৫ সিসি ডিস্ক মোটর সাইকেল ক্রয় করে এই অফারটি পেলেন।
বুধবার বিজয়ী ক্রেতা মনির হোসেনকে ক্যাশ ব্যাক উপহার প্রদান করেন উওরা মোটর্স লি: এর চীফ অপারেটিং অফিসার শাহাদত হোসেন। এ সময় উওরা মোটর্সের যশোর শাখা প্রধান এসএন পাল এবং মাগুরা আমিন মোটর্স এর কর্নধর এএইচএম মোয়াম্মেল হক সোহেল।
পবিত্র রমজান উপলক্ষে উওরা মোটর্স লিমিটেডের যেকোন গাড়ি ক্রয় করলে একজন ক্রেতা ২,০০০-২০,০০০/- টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাচ্ছেন। এছাড়া স্ক্যার্চ কার্ড ঘসলে ১০০% ক্যাশ ব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। ১ মে থেকে মাগুরা আমিন মোটরস এর শোরুমে চালু হওয়া অফারটি চলবে ঈদের আগের দিন পযন্ত।