মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় যথাযথ মর্যাদার সঙ্গে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। সকালে শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় ঈদুল আযহার প্রধান জামাত। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয়।
রোববার সকাল ৭টায় অনুষ্ঠিত এই জামাতে ঈদের নামাজ পড়ান মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাবিবুল্লাহ।
জেলার প্রধান জামাতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ মাগুরার সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। মুসুল্লিরাও একে অন্যের সঙ্গে কুলাকুলি করে ঈদের আনন্দ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া আল্লাহর সন্তুষ্ঠির লক্ষ্যে গবাদি পশুর কোরবাণি অনুষ্ঠিত হচ্ছে।