আজ, শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৮:০৪


মাগুরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়ন পত্র দাখিল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিগত নির্বাচনের বিজয়ী মাগুরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু। তার বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সাবেক দুই নেতা-কর্মী।

মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী পঙ্কজ কুমার কুণ্ডু দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। এরপর জেলার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদ মিয়া এবং ছাত্রলীগ কর্মী শরিয়ত উল্লাহ রাজন চেয়ারম্যান পদে তাদের মনোনয়ন পত্র জমা দেন।

দলীয় প্রার্থীর বিপক্ষে মনোনয়ন পত্র জমাদানের বিষয়ে শরিয়ত উল্লাহ রাজন বলেন, জেলার সবখানে প্রকৃত আওয়ামী লীগ নেতা-কর্মীরা বঞ্চিত হচ্ছে। তারই প্রতিবাদ এবং দলীয় নেতা-কর্মীদের দলে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচিত হলে জেলার সার্বিক উন্নয়নেও কাজের সুযোগ পাবো।

অপর প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা জিহাদ মিয়া বলেন, দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই। বিধায় অবহেলিতদের পক্ষে প্রতিবাদ হিসেবে নির্বাচনে অংশ নেয়া।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাগুরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু বলেন, আমার সঙ্গে দলের সকল স্তরের নেতা-কর্মীরা রয়েছে। নির্বাচিত হলে বিগত সময় থেকে শুরু করা উন্নয়নমূলক কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে।

নির্বাচনে সাধারণ সদস্য পদে ২৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। জেলার ৩৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মাগুরা জেলা পরিষদ নির্বাচনের মোট ভোটার ৪৯৩ জন।

১৮ সেপ্টেম্বর প্রার্থীতা যাচাই বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতিক বরাদ্দ হবে পরদিন ২৬ সেপ্টেম্বর। আর ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত হবে ভোটগ্রহণ।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology