আজ, সোমবার | ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ৯:৩৩


শ্রীপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে ইউনিয়ন পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।

শনিবার সকালে শ্রীপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা শুরু হয়।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সবিতা রাণী ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান।

শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসেম আলী বিশ্বাসের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার সবিতা রানী ভদ্র জানান, উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের ১৪টি ও শ্রীকোল ইউনিয়নের ১২টি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে পৃথক দুটি স্থানে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে আন্তঃ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology