মাগুরা প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
শনিবার বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আরজি করসহ বিভিন্ন ধর্ষনের বিচার চেয়ে স্লোগান দেয় তারা। তনু থেকে মৌমিতা-বাংলাদেশ থেকে কলকাতা, আমার সোনার বাংলায়-ধর্ষকদের ঠাঁই নাই, উই ওয়ান্ট জাজষ্টিস সহ নানা ¯েøাগান লেখা প্লেকার্ড প্রদর্শন করে।
মানববন্ধনে অংশ গ্রহনকারী ফাহমিদা মেঘলা জানান, ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষনের পর হত্যা ঘটনার প্রতিবাদে আমরা এ মানববন্ধন কর্মসুচি পালন করছি। রাষ্ট্রকে নারীর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ধর্ষক যে দেশের হোক তার শান্তি মৃত্যুদন্ড দিতে হবে।