মাগুরা প্রতিদিন : ঢাকার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান দূর্ঘটনার কারণে চলমান এইচএসসি দুইদিনের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, সব বোর্ডের ২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট নেওয়া হবে।
বুধবার বিকেলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড পরিবর্তিত সময়সূচি প্রকাশ করেছে।
২২ জুলাইয়ের সব বোর্ডের রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ আগস্ট।
২৪ জুলাইয়ের বোর্ডের অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্রথম পত্র পরীক্ষা ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষর করা রুটিনটি প্রকাশ করা হয়।