মাগুরা প্রতিদিন : জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে মাগুরায়-১ আসনের জন্যে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন তরুণ ছাত্র নেতা হাসিবুর রহমান।
মাগুরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবন্দকে সাথে নিয়ে
বিগত ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসিবুর রহমান শনিবার ঢাকার রূপায়ন টাওয়ার এনসিপি কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
জাতীয় নাগরিক পার্টি -এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার হাতে মনোনয়ন পত্র তুলে দেন।
মাগুরা-১ আসন থেকে দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন হাসিবুর।
এ সময় এনিসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, ডাক্তার জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।