মাগুরা প্রতিদিন : জুলাই সনদ বাস্তবায়ন,
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে মাগুরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলাম।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রবিবার ১২ (অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার নিকট স্মারক লিপি প্রদান করে জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।
মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের নিকট উক্ত স্মারক লিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য, মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম, ইসলামী ছাত্র শিবিরে মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ আমিনউদ্দীন আশিকসহ অন্যরা।