আজ, রবিবার | ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১২:৩১


মাগুরায় ১৯৮২ পিস ইয়াবা সহ যুবক গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরায় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রিবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯ শত ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনটিতে তল্লাশি চালায়।

এ সময় ওই পরিবহনের যাত্রী মোহাম্মদ শাকিলের হেফাজত থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

শাকিল কক্সবাজারের রামু উপজেলার দারিয়ারদিঘি এলাকার নুরুল আমিনের ছেলে।
এ ঘটনার পর তাকে মাগুরা সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ ঘটনায় মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology