আজ, বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ১০:০২

ব্রেকিং নিউজ :
মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান মাগুরা সদরে উপজেলা চেয়ারম্যান পদে ৭ শ্রীপুরে ৪ প্রার্থীর মনোনয়ন জমা বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক কাজী ফয়জুর রহমানের ইন্তেকাল মাগুরার শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা! শায়লা রহমান সেতুর নির্মম মৃত্যুর বিচারের দাবিতে জাসদের মানববন্ধন সমাবেশে মাগুরায় ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগে মামলা-মানববন্ধন

মাগুরার শালিখায় সাবলাট গ্রামে সামাজিক দলাদলি নিয়ে এক কৃষক খুন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখা উপজেলার সাবলাট গ্রামে সামাজিক দলাদলি নিয়ে শনিবার আওয়ামী লীগ সমর্থিত দুটি পক্ষের সংঘর্ষে শরিফুল মোল্লা (৫৫) নামে এক কৃষক নিহত এবং অন্তত ১০ জন কমবেশি আহত হয়েছে। আহতদের মাগুরা ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শরিফুল মোল্যা ওই গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে।

এলাকাবাসি জানায়, সাবলাট গ্রামের সামাজিক দলের নেতা আইয়ুব বিডিআর এবং সবেদ মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরেই শনিবার সকাল ১১ টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সাবলাট গ্রামের হিন্দু পাড়ার একটি দোকানে বসে থাকা অবস্থায় সবেদ মোল্যার সমর্থক শরিফুল মোল্যার উপর ধারালো দা নিয়ে হামলা চালায় আইয়ুব বিডিআর সমর্থিতরা। এ সময় বাধা দিতে গেলে রাজিব হোসেন, বদর মোল্লা, মহব্বত আলী, আনিসুর রহমান এবং সাহেব আলি গুরুতর আহত হয়। ঘটনার পর তাদেরকে হাসপাতালে পাঠানো হলে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল মোল্যার মৃত্যু হয়।

এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, উভয় পক্ষই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। কিন্তু সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। যার জের ধরেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology