আজ, শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ২:৩২


মাগুরা সহ চার জেলায় টিসিবির ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি

মাগুরা প্রতিদিন : মাগুরা সহ দেশের চার জেলায় টিসিবির ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

‘কোটি মানুষের পাশে’-স্লোগানকে সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের-টিসিবি ক্রয়কৃত ভোগ্যপণ্য নির্ধারিত উপকারভোগী পরিবার ও সাধারণ জনগণের মধ্যে ভর্তুকিমূল্যে বিক্রির জন্য অনলাইনে টিসিবির ডিলার নিয়োগ আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

তৃতীয় পর্যায়ে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ডিলার নিয়োগে আবেদনের সুযোগ পাওয়া বাকি তিনটি জেলা হচ্ছে খুলনা, বাগেরহাট এবং ময়মনসিংহ।

এই চারটি জেলার নির্ধারিত উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন বা পৌরসভার জন্য ৩ আগস্ট থেকে ৯ আগস্ট ২০২৫ পর্যন্ত অনলাইনে ডিলারশিপের আবেদন করা যাবে।

টিসিবি অফিসে সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ারে কিংবা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উল্লেখ্য, সারাদেশে যেসব ওয়ার্ড, ইউনিয়ন বা পৌরসভায় ডিলার নেই সেসব জেলা, উপজেলা ও সিটিতে পর্যায়ক্রমে অনলাইনে ডিলার নিয়োগ করা হবে।
বিস্তারিত তথ্য www.tcb.gov.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology