মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
২৭ আগস্ট বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত।
এ উপলক্ষে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির ও শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী, সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তানভীর আহমেদ তনু।
আলোচনাসভা শেষে ১০২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়কে সম্মাননা স্মারক দেয়া হয়।