মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে কাদিরপাড়া ও নাকোল ইউনিয়ন মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাদিরপাড়া ইউনিয়ন মহিলা দলের সাবেক সভাপতি সায়েরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি এড. নেওয়াজ হালিমা আরলী।
শ্রীপুর উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, সাধারণ সম্পাদক ফারহানা পারভীন বিউটি প্রমুখ
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি, কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু জাফর মণ্ডল, মহিলা দলের নেত্রী সালেহা খাতুন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুলসুম খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে নেওয়াজ হালিমা আরলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।