মাগুরা প্রতিদিন : মাগুরায় জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড ভ্যাক্সিনেশন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ইসলামী ফাউণ্ডেশন, মাগুরার সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল কাদের।
মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সিভিল সার্জন ডাঃ শামীম কবির। বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মজিবুল্লাহ ফরহাদ।
আগামী ১২ অক্টোবর দেশে প্রথমবারের মতো জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় মাগুরায় মোট ২ লক্ষ ৪৭ হাজার ৮শত শিশুকে টিকা দেওয়া হবে বলে কর্মশালায় জানানো হয়।
টিকা গ্রহণের জন্য অভিভাবকদের https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে গিয়ে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। জন্ম নিবন্ধন সনদ না থাকলেও বাবা-মায়ের মোবাইল নম্বর ব্যবহার করেও নিবন্ধন করা যাবে। নিবন্ধনের পর জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে সরাসরি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে। টিকাদান কেন্দ্রে এই কার্ড নিয়ে যেতে হবে কর্মশালায় জানানো হয়।