আজ, বুধবার | ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১০:২৮


আ’লীগ নেতা মুহিতের ম্যানেজার মিরাজ হত্যা মামলায় গ্রেপ্তার

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুনুর রশীদ মুহিতের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মিরাজ হোসেনকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মাগুরা শহরের জজ কোর্ট এলাকা থেকে তাকে আটক করে মাগুরা সদর থানা পুলিশ।
হাজরাপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী আজিজুর মুন্সি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মিরাজ হোসেন মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিতের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। একসময় গ্যাসের দোকানের কর্মচারী হিসেবে কাজ শুরু করে পরবর্তীতে তিনি মুহিতের ব্যবসায়িক পার্টনার হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি শহরে ডেভেলপার ব্যবসাসহ বিভিন্ন খাতে বিপুল পরিমাণ সম্পদের মালিক হন বলে অভিযোগ রয়েছে, যার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।

জুলাই-আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে পলাতক শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুনুর রশীদ মুহিতের সম্পদ রক্ষা, অবৈধ ব্যবসা পরিচালনা এবং অর্থ সরবরাহের দায়িত্ব মিরাজ হোসেন পালন করছিলেন বলেও অভিযোগ উঠেছে।

গত ৬ ডিসেম্বর মাগুরার হাজরাপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী আজিজুর মুন্সি মাগুরা শহর থেকে বাড়ি ফেরার পথে গোরিচরণপুর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পরে নিহত আজিজুরের মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়, হামলায় নেতৃত্বদানকারী বিল্লাল হোসেন গ্রেপ্তার মিরাজ হোসেনের ঘনিষ্ঠ অনুসারী।

এছাড়া হাজরাপুর ইউনিয়নে সাধারণ মানুষের ওপর ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও হামলার ঘটনা নিয়মিত ঘটছে বলেও স্থানীয়দের অভিযোগ, যার নেপথ্যে মিরাজ হোসেনই মূল ব্যক্তি।

মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার মিরাজ হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং হত্যা মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology