মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৬ জন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন মাগুরার সুযোগ্য পুলিশ সুপার হাবিবুর রহমান।
রোববার মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কনস্টেবল থেকে এএসআই (নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ সুজন শেখ, মোঃ গোলাম আজম, মোঃ মোস্তাফিজুর রহমান (মাসুম), মোঃ আশরাফুল হক, রকিবুল ইসলাম ও রোকশানা বেগমের হাতে র্যাংক ব্যাজ তুলে দেন তিনি।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পিপিএম মোঃ মিরাজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।