আজ, বৃহস্পতিবার | ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১০:২১


পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে এলো নিষিদ্ধ পপি সিড

মাগুরা প্রতিদিন: চট্টগ্রাম বন্দরে পাখির খাদ্যের আড়ালে লুকিয়ে আনা প্রায় ২৫ হাজার কেজি নিষিদ্ধ পপি সিড জব্দ করেছে কাস্টমস হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুটি চালান থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। আটক পপি সিডের বাজারমূল্য আনুমানিক সাড়ে ছয় কোটি টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস কর্মকর্তারা জানান, মেসার্স আদিব ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান পাকিস্তান থেকে ৩২ হাজার ১০ কেজি ‘বার্ড ফুড’ আমদানির ঘোষণা দেয়। ৯ অক্টোবর পণ্য চালানটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় এবং পরে অফডক ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডে সংরক্ষণ করা হয়।

১৪ অক্টোবর চালানটি খালাসের জন্য এম এইচ ট্রেডিং কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট লিমিটেড বিল অব এন্ট্রি দাখিল করে। তবে গোপন তথ্যের ভিত্তিতে ২২ অক্টোবর কাস্টমস কর্তৃপক্ষ চালানের খালাস প্রক্রিয়া স্থগিত করে।

দেখা যায়, কনটেইনারের সামনের সারিতে ৭ হাজার ২০০ কেজি পাখির খাদ্য থাকলেও তার আড়ালে লুকানো ছিল প্রায় ২৪ হাজার ৯৬০ কেজি নিষিদ্ধ পপি সিড। এ ঘটনায় নমুনা সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি কেন্দ্র এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে পণ্যটি পপি সিড হিসেবে নিশ্চিত হয়।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার এইচ. এম. কবির বলেন, আইন অনুযায়ী অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology