মাগুরা প্রতিদিন ডটকম : জেলা প্রশাসক হিসেবে মাগুরার দায়িত্ব নেয়ার পর নিজেকে এই জেলার নাগরিক হিসেবেই দেখছি। জেলার আরো অনেকের মতো আমারও স্বপ্ন রয়েছে। স্বপ্ন দেখা সেই মানুষদের পাশাপাশি সকলের সহযোগিতায় মাগুরাকে এগিয়ে নিয়ে যেতে চাই।
মাগুরার নবাগত জেলা প্রশাসক আশরাফুল আলম মঙ্গলবার বিকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এভাবেই তার স্বপ্নের কথা জানান।
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের যোগদান উপলক্ষে বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভার শুরুতে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান স্বাগত বক্তব্য রাখেন এবং উপস্থিত সাংবাদিকদের সামনে নাবাগত জেলা প্রশাসকের পরিচিতি তুলে ধরেন।
পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক আব্দুল হাকিম, ইব্রাহিম আলি মোনাল, শরীফ তেহরান আলম, শফিকুল ইসলাম শফিক, অ্যাড. মোখলেসুর রহমান, অলোক বোস, রূপক আইচ, আলিমুজ্জামান উজ্জ্বল, কাজি আশিক রহমানসহ অন্যরা। তারা জেলায় কর্মস্থানের সুযোগ সৃষ্টি, মাদক নির্মূল, অবৈধ ইটভাটা ও অনিয়ম দূনীতি বন্ধে জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
নবাগত জেলা প্রশাসক আশরাফুল আলম নিজেও বিরাজমান নানা সমস্যা সমাধানের পাশাপাশি মাগুরা জেলাকে দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে সারাদেশের মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে সকলের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদ হোসেন, এনডিসি রাজিব চৌধুরী এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।