আজ, শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪৬

ব্রেকিং নিউজ :
পাশবিক নির্যাতনের শিকার শিশুটির মৃত্যু-ধর্ষকের বাড়িতে অগ্নি সংযোগ মাগুরার সংকটাপন্ন শিশুটির জন্যে দোয়া প্রার্থনা মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামীদের ডিএনএ সংগ্রহ মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামীদের রিমাণ্ড মঞ্জুর মাগুরায় শিশু ধর্ষণে জড়িতের অবিলম্বে ফাঁসির দাবিতে দিনভর বিক্ষোভ মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার আসামী গ্রেফতার মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধদের থানা ঘেরাও মাগুরায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মাগুরা প্রতিদিন কার্যালয় পরিদর্শনে তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা মাগুরায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর  ইফতার মাহফিল

আথিক কেলেঙ্কারিতে জড়িত মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

মাগুরা প্রতিদিন ডটকম : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফরম পূরণ নিয়ে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগ উত্থাপিত হওয়ায় মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রুবেল এবং সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা কমিটি বিলুপ্তির সত্যতা স্বীকার করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদা অমি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিন হোসেন কলেজটির ৫৭ শিক্ষার্থির কাছ থেকে পরীক্ষার ফরম পূরণ বাবদ প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা আদায় করে। কিন্তু ওইসব শিক্ষার্থির পরীক্ষার ফরম পূরণ না করে আদায়কৃত সমুদয় অর্থ পকেটে নিয়ে পালিয়ে যায় তারা। এতে করে ওইসব শিক্ষার্থি সোমবার থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়। বিষয়টি নিয়ে রোববার যুগান্তর অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার পর রাতেই মাগুরা জেলা ছাত্রলীগ জরুরী সভার আহ্বান করে। যে সভায় মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেয়া হয়।

মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাগুরা আদর্শ কলেজের কিছু শিক্ষার্থির কাছ থেকে পরীক্ষার ফরম পূরণের নামে অর্থ আদায়ের ঘটনা ছাত্রলীগের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে। এটি দলীয় শৃক্সখলা ভঙ্গের শামিল। যে কারণে জরুরী সভা আহ্বান করে আদর্শ কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এদিকে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্যে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়াও কলেজ কর্তৃপক্ষ কিংবা ক্ষতিগ্রস্থ শিক্ষার্থিরা বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নিতে চাইলে সেক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology