আজ, বৃহস্পতিবার | ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:০৭


কুড়ি বছর পর টুলু হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার চাঞ্চল্যকর টুলু হত্যা মামলার ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামী সুমন মোল্যাকে শুক্রবার পুলিশ গ্রেফতার করেছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান, ২০০০ সালে মাগুরা শহরের ঢাকা রোডের সৈকত হোটেল এলাকায় মাগুরার নাট্যকর্মি টুলু খুন হয়।

সুমন মোল্যা ওরফে সুকমান ওই মামলায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামী।

শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামের আশরাফ মোল্যার ছেলে সুমন ঘটনার পর থেকেই পলাতক ছিল। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাচিলাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology