মাগুরা প্রতিদিন : বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র তৈরির উদ্দেশ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া ৬ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ।
আটককৃতরা হচ্ছে সানাউল্লাহ, আইয়ুব, রাজিদা, হারেজ, আরজ এবং এরফান।
তারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন ক্যাম্পের স্মরণার্থি বলে পুলিশ জানিয়েছে।
মাগুরা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাগুরা-ফরিদপুর সড়কের ওয়াপদা বাজার এলাকায় পরিবহন তল্লাশিকালে ওই ৬জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রোহিঙ্গা নাগরিক সানাউল্লাহ কক্সবাজারের বালুখালী ক্যাম্পের স্মরণার্থী। ইতোমধ্যেই সে রোহিঙ্গা পরিচয় গোপন করে বান্দরবনের নাইক্ষ্যাংছড়ি মোদ্রামাঘোণা এলাকার বাসিন্দা হিসেবে বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র তৈরি করেছে।
নতুন আরো ৫ রোহিঙ্গা নাগরিকের পরিচয় পত্র তৈরি করে দিতেই সানাউল্লাহ তাদেরকে সাথে নিয়ে যশোরে যাচ্ছিলো। পথে মাগুরায় ডিবি পুলিশের হাতে আটক হয়।
মাগুরা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় বলেন, যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃত ৬ রোহিঙ্গা নাগরিককে শনিবার নিজ নিজ ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে।