আজ, মঙ্গলবার | ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ৪:৪৪


পাশবিক নির্যাতনের শিকার শিশুটির মৃত্যু-ধর্ষকের বাড়িতে অগ্নি সংযোগ

মাগুরা প্রতিদিন : ৮দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার দুপুরে পাশবিক নির্যাতনের শিকার শিশু আছিয়ার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, সেনা প্রধান ওয়াকারুজ্জামানসহ দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

শিশুটির মৃত্যুর খবরে ফুঁসে উঠেছে সারা মাগুরা। দুপুরের পর থেকেই জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করে। নির্যাতনে মৃত আছিয়ার মরদেহ দাফনের আগেই ধর্ষণে অভিযুক্তদের ফাঁসির দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কের ভায়নার মোড়ে শিক্ষার্থীরা রাত ৯টা পর্যন্ত অবরোধ করে রাখে।

অন্যদিকে রাতে বিক্ষুব্ধরা মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে শিশু ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে অগ্নি সংযোগ করে। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার পরও সেটি নেভাতে পারেনি। তারা অগ্নি নির্বাপন গাড়ি নিয়ে রওনা দিলেও গ্রামের মধ্যে বিক্ষুব্ধরা আটকে দিলে তারা ফিরে আসতে বাধ্য হয়।

দুপুর একটার দিকে মৃত্যুর পর সন্ধ্যা সওয়া ৬টার দিকে র‌্যাবের একটি হেলিকপ্টার যোগে মাগুরা আনা হয় শিশু আছিয়ার মরদেহ। সঙ্গে হ্যালিকপ্টারযোগে মাগুরায় আসেন স্বাস্থ্য উপদেষ্টা ফরিদা আকতার এবং খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

পরে সন্ধ্যা সওয়া ৭টায় মাগুরা শহরের নোমানী ময়দানে শিশুটির প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এই জানাযায় অংশ নেন তারা।

বৃহস্পতিবার সন্ধ্যার পর মাগুরার ইতিহাসে বৃহত্তম জানাজার নামাজ অনুষ্ঠিত সেখানে। শিশুটির মৃত্যুর খবর পেয়ে সারা জেলা থেকে মানুষ এই জানাজার নামাজে শরীক হয়।

জানাজার নামাজে মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের সহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

শহরের নোমানী ময়দানের জানাযা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় শিশুটির গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে। সেখানে দ্বিতীয় জানাযার নামাজ শেষে রাত সাড়ে ৮টার দিকে শিশুটির দাদার বাড়ি পাশের গ্রাম সোনাইকুন্ডি গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে গত ৬ মার্চ বৃহস্পতিবার মধ্যরাতে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। ওই ঘটনার পর তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিশুটির মৃত্যু হয়।

পাশবিক নির্যাতনের ঘটনায় শিশুটির মা চারজনকে আসামী করে ৮ মার্চ সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শিশুটির বোনের শ^শুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা, বোন জামাই সজিব এবং সজিবের বড় ভাই রাতুলকে আসামী করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার করেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology