আজ, বৃহস্পতিবার | ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ৩:৫৪

ব্রেকিং নিউজ :
মাগুরার সংকটাপন্ন শিশুটির জন্যে দোয়া প্রার্থনা মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামীদের ডিএনএ সংগ্রহ মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামীদের রিমাণ্ড মঞ্জুর মাগুরায় শিশু ধর্ষণে জড়িতের অবিলম্বে ফাঁসির দাবিতে দিনভর বিক্ষোভ মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার আসামী গ্রেফতার মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধদের থানা ঘেরাও মাগুরায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মাগুরা প্রতিদিন কার্যালয় পরিদর্শনে তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা মাগুরায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর  ইফতার মাহফিল কুমির আতঙ্কে মাগুরাসহ ৩ জেলার মানুষ

মহম্মদপুরের বাশো গ্রামে বিরোধপূর্ন জমি নিয়ে সংঘর্ষে নারী শিশুসহ আহত ৯

মাগুরা প্রতিদিন ডটকম : মহম্মদপুর উপজেলার বাশো গ্রামে শনিবার সকালে বিরোধপূর্ন জমিতে রাস্তা নির্মানে বাঁধা দেওয়ায় সংঘর্ষে শিশুসহ ৭ জন আহত হয়েছে।

আহত জুনো বেগম (৩০), সফরা বেগম (৬৫), মাগুরা সদর হাসপাতাল এবং কুদ্দুস মোল্যা (৬০) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা হলেন, নাজমুল (২৫), আকুবর (৩০), নবির (২৫), শান্তা (১২), কহিনুর বেগম (২৫), সাজেদা (৩০) এদেরকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বাবুখালি ইউনিয়নের বাশো গ্রামের মোতাহের মোল্যার ছেলে লালমিয়ার সাথে প্রতিবেশি উসমান মোল্যার দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

বিরোধপূর্ন জমিতে বৃহষ্পতিবার সকালে লালমিয়া রাস্তা নির্মান কাজ শুরু করে। প্রাথমিকভাবে রাস্তা নির্মানে বাঁধা দেয় উসমান ও তার লোকজন। কিন্তু তাতে ও রাস্তা নির্মান বন্ধ না হলে বাধ্য হয়ে মহম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন উসমান ও তার পরিবার। ঘটনাটি মহম্মদপুর থানার ওসি মো: তরীকুল ইসলাম বাবুখালী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমকে তদন্তের নির্দেশ দেন। পুলিশে নির্দেশ উপেক্ষা করে শনিবার সকালে লালমিয়া ও তার লোকজন পূনরায় রাস্তা নির্মাণকাজ শুরু করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের মহিলা ও শিশুসহ ৭ জন আহত হয়। এসময় লুত্ফারের ১টি, উসমানের ১টি ও আকুর ১টি ঘরে ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে বাবুখালী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো: জাহাঙ্গির হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বিরোধপূর্ন জমির বিষয়ে লালমিয়া ও উসমানের সাথে কথা বললে উভয়ই পরষ্পরবিরোধী বক্তব্য দেন।

মহম্মদপুর থানার ওসি মো: তারীকুল ইসলাম সংঘর্ষের বিষয়ে বলেন বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology