মাগুরা প্রতিদিন : মাগুরায় দীর্ঘদিন পর বৃহস্পতিবার রাতে বিএনপি নেতৃবৃন্দকে প্রকাশ্যে ভাষা শহীদদের ফুল দিতে শহীদ মিনারে একসাথে উপস্থিত হতে দেখা গেছে।
মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদের নেতৃত্বে বিএনপি যুবদল, ছাত্রদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা বৃহস্পতিবার রাত ১২টার বেশ আগেই মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে উপস্থিত হয়।
রাত ১২টার পর একুশের প্রথম প্রহরে জেলা ও পুলিশ প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর তারা ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ ছাড়াও, যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, আহসান হাবিব কিশোর, মিথুন রায় চৌধুরী, রোকনুজ্জামান খান, আমিনুর রহমান খান পিকুল, সদস্য কুতুব উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিগত সরকারের সময় হামলা মামলা এবং পুলিশী ধরপাকড় এড়াতে একুশের রাতে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে দলটির নেতা-কর্মীদের প্রথম প্রহর এড়িয়ে চলতে দেখা যায়।